Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকাণ্ড

* আনসার  ও ‍ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ।

* বৃক্ষ রোপন অভিযান পরিচালনা।

* সরকারি-বেসরকারি সংস্থায় সাধারণ আনসার অঙ্গীভূতকরণের মাধ্যমে নিরাপত্তা প্রদান

* আনসার ও ভিডিপি সদস্য হিসেবে প্রত্যয়নপত্র ইস্যু

১) জননিরাপত্তমূলক কাজে সরকার বা সরকারের অধীন প্রতিষ্ঠানসমূহকে সহায়তা প্রদান।

২) নির্বাচন ও দূর্গাপূজাসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে শান্তি শৃঙ্খলা রক্ষায় জনবল মোতায়েন করা।

৩) জাতীয় দূর্যোগ মোকাবিলা কার্যক্রমে জনবল মোতায়েন।

৪) মোবাইল কোর্ট পরিচালনায় জেলা প্রশাসনকে সহায়তা।

৫) আইন-শঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনকে সহযোগিতা প্রদান।

৬) আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে সদস্য-সদস্যাদের ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান।

বিভিন্ন প্রশিক্ষণ প্রদান। যেমনঃ

১। গ্রামভিত্তিক অস্ত্র বিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

২। জেলা ভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

৩। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ

৪। কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি ও পেশাভিত্তিক) প্রশিক্ষণ সমূহঃ-

৪.১ বেসিক কম্পিউটার প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা)

৪.২ মটর ড্রাইভিং

৪.৩ ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ

৪.৪ ফ্রীজ ও এয়ারকন্ডিশনার মেরামত

৪.৫ সেলাই ও ফ্যাশন ডিজাইন

৪.৬ মোবাইল ফোন সেট মেরামত

৪.৭ গার্মেন্টস প্রশিক্ষণ/ সেলাই প্রশিক্ষণ

৪.৮ সোয়েটার নিটিং

৪.৯ কনস্ট্রাকশন  পেইন্টিং

৪.১০ টাইলস সেটিং

৪.১১ ম্যাশনারি অ্যান্ড রড বাইন্ডিং

৪.১২ প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং

৪.১৩ অটোমেকানিক্স

৪.১৪ ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং

৪.১৫ ওয়েল্ডিং ৪জি

৪.১৬ নকশি কাথা প্রশিক্ষণ